শিরোপা নিশ্চিতে এক ম্যাচ বাকি রিয়ালের

খেলাধুলা

বর্সেলোনা হারলে অথবা ড্র করলে শিরোপা রিয়াল মাদ্রিদের হয়ে যাবে। যদি বার্সা জিতে যায় তাহলে রিয়ালের অপেক্ষা করতে হবে নিজেদের আগামী ম্যাচের জন্য। দুই দলেরই বাকি রয়েছে দুটি করে ম্যাচ। পরের ম্যাচে জয় পেলেই লা লিগার চ্যাম্পিয়ন হবে জিনেদিন জিদানের শিষ্যরা। সোমবার রাতে গ্রানাডার বিপক্ষে ২-১ গোলের জয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে মাদ্রিদের দলটি।

লস কারমেনেস স্টেডিয়ামে দলের হয়ে একটি করে গোল করেছেন ফেরল্যান্ড মেন্ডি ও করিম বেনজামা। গ্রানাডার একমাত্র গোলটি আসে ডারউইন মাচিসের পা থেকে।

ম্যাচের ১০ মিনিটের মাথায় গোল করে সফরকারীদের এগিয়ে দেন ফ্রেঞ্চ লেফট ব্যাক মেন্ডি। যা চলতি মৌসুমে ২১তম খেলোয়াড় হিসেবে রিয়ালের জার্সিতে গোল এলো।

ছয় মিনিট পর আবারও লিড। এবার লস ব্লাঙ্কোসদের হয়ে গোল তুলেন বেনজামা। ২০১৯/২০ মৌসুমে ফ্রান্সের অভিজ্ঞ এই স্ট্রাইকারের ২৪তম গোল এটি। রয়েছে ১১ অ্যাসিস্ট। মাদ্রিদের জার্সিতে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে বেনজেমার সরাসরি ৩৫ গোলে অবদান রয়েছে।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সার্জিও রামোসের দল। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই গোল পায় গ্রানাডা। স্বাগতিকদের হয়ে ৫০তম মিনিটে গোল শোধ করেন ভেনিজুয়েলার ফরোয়ার্ড মাচিস। যদিও শেষ পর্যন্ত আর ব্যবধান বাড়াতে সক্ষম হয়নি দলটি।

৩৬ পয়েন্ট নিয়ে সবার উপরে থাকা রিয়ালের সংগ্রহ ৮৩ পয়েন্ট। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটির মোট পয়েন্ট সংখ্যা ৭৯। অন্যদিকে ৫০ পয়েন্ট তুলে দশম স্থানেই রয়েছে গ্রানাডা।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১টায় ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে কাতালানরা। অঘটন ঘটলে ওই ম্যাচেও লা লিগার ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *