সমাজ থেকে অপরাধ দূর করতে চাই।
স্টাফ রিপোর্টার :
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় নবাগত (ওসি) হিসেবে যোগদান করলেন মো. এরশাদুল হক ভুঁইয়া। তিনি গত ৫ অক্টোবর ২০২৪ শনিবার দুপুরে ভোলার দৌলতখান থানার (ওসি তদন্ত) থেকে দক্ষিণ আইচা থানায় (ওসি) হিসাবে যোগদান করেন।আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ আইচা থানায় দক্ষিণ আইচা রিপোর্টার ইউনিটির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন।এসময় ওসি এরশাদুল হক ভুঁইয়া বলেন, অপরাধী যেই হক না কেনো ছাড় দেওয়া হবে না। পুলিশের প্রতি মানুষের যে আস্থা হারিয়েছে তা ফিরে আসবে। আমরা সমাজ থেকে অপরাধজনিত ভীতি দূর করতে চাই। এজন্য সমাজের শান্তিপ্রিয় মানুষ যারা আছেন তাদের সাথে পুলিশের মেলবন্ধনের কোনো বিকল্প নেই। আমরা পুলিশের সাথে জনগণের কোনো দূরত্ব রাখতে চাই না। একসাথে অপরাধ এবং অপরাধীদের দমনে কাজ করতে চাই। সাধারণ জনগণকে আগের থেকেও কঠোর নিরাপত্তা দিতে সর্বদা মাঠে থাকবে দক্ষিণ আইচা থানা পুলিশ। দক্ষিণ আইচায় আইনশৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, বিগত সময় কি হয়েছে তা জানতে চাইনা এখন থেকে মাদক, ইভটিজিং ও আইন পরিপন্থী কাজ করলে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে। এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবী লোকদের ছাড় নয়, তারা দক্ষিণ আইচা এলাকা ছাড়তে হবে। এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দক্ষিণ আইচা রিপোর্টার ইউনিটির সভাপতি ও আমার সংবাদ প্রতিনিধি সেলিম রানা, সহসভাপতি ও শিরোমনি প্রতিনিধি জুলফিকার তালুকদার ও সাধারণ সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মো.হাসান লিটন। এছাড়াও দক্ষিণ আইচা থানার সেকেন্ড অফিসার এস আই মো. খালেক, এস আই মনির, এস আই সফিকুল ইসলাম, এ এস আই জসিম সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।