ভারতে বিশাল অংকের বিনিয়োগ করছে গুগল। আজ সোমবার টুইট করে সে কথা জানিয়েছেন গুগলের সিইও সুন্দর পিঁচাই । ভারতের ডিজিটাল অর্থনীতির উন্নয়নের জন্য এই অর্থ বিনিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি।
চীনের সঙ্গে উত্তেজনা ও লকডউনের আবহে সুন্দর পিঁচাইয়ের এই ঘোষণা ভারতের অর্থনীতিকে চাঙ্গা করবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। তৈরি হবে কর্মসংস্থানও।করোনা সংক্রমণ আর লকডাউন, দুইয়ের জেরে ভারতের অর্থনীতি মার খাচ্ছিল। উপরন্তু চিনের সঙ্গে উত্তেজনার ধাক্কা লেগেছিল শেয়ার বাজারেও। গুগলের এই ঘোষণায় শেয়ার বাজার যে চাঙ্গা হবে তা বলাই বাহুল্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়ার প্রংশসা করে এই বিনিয়োগ কথা জানিয়েছেন সুন্দর পিঁচাই। ধাপে ধাপে আগামী পাঁচ-ছয় বছরে মোট ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে গুগল বলে খবর।