চরফ্যাশন প্রেসক্লাবের কমিটি গঠন শিপু সভাপতি সম্পাদক দুলাল।

চর ফ্যাশন প্রচ্ছদ সমাজ সেবা

চরফ্যাশন প্রেসক্লাবের কমিটি গঠন
শিপু সভাপতি সম্পাদক দুলাল।

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

চরফ্যাশন প্রেসক্লাবের ২০২৪- ২০২৫ সনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে সভাপতি হয়েছেন নাছিউর রহমান শিপু (যুগান্তর ও ডেইলি অবজারভার)। সহ সভাপতি হয়েছেন যথাক্রমে কামরুজ্জামান (নয়া দিগন্ত), আবু জাফর সাইফ উদ্দিন(স্বদেশ প্রতিদিন), এম লোকমান হোসেন (দৈনিক সংগ্রাম ও দি ডেইলি পোস্ট), কামরুল সিকদার (কালের কন্ঠ)। সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম দুলাল (বরিশালের কথা)। যুগ্ম সাধারণ সম্পাদক, মিজান নয়ন (ইত্তেফাক)। সাংগঠনিক সম্পাদক এআর সোহেব চৌধুরী (ভোরের কাগজ ও দি ডেইলি ট্রাইবুনাল)। বার্তা সম্পাদক শাহাবুদ্দিন সিকদার (মানব জমিন ও কির্তন খোলা)। দফতর সম্পাদক, মাহবুবুর রহমান নাজমুল (দৈনিক জনতা ও বরিশাল প্রতিদিন)।
সাংস্কৃতিক সম্পাদক, মোস্তাফিজুর রহমান(সময়ের খবর)। প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী অশোক সাহা(খবর পত্র)।
কমিটির নির্বাহী সদস্য হয়েছেন, হাবিবুর রহমান সেলিম, ইদ্রিস মাদ্রাজী, মাওলানা রুহুল আমিন, নজরুল কবির, প্রভাষক কামাল হোসেন।
আজ সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাব ভবনে ক্লাবেরর প্রবীন সদস্য মাওলানা আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ৩১ ডিসিম্বর ২০২৫ সনের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
চরফ্যাশন প্রেসক্লাবের নবগঠিত এই কমিটিকে চরফ্যাশন উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা শুভেচ্ছা জানিয়েছেন।

বার্তা প্রেরক
এআর সোহেব চৌধুরী
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
০১৭১৮৫০৫০৪৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *