টাঙ্গাইলে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জেলায় নতুন করে এক দিনে সর্বোচ্চ ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৫ জনে।
এছাড়াও জেলায় নতুন করে আরও একজন করোনা আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলায় অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১৫ জন, মির্জাপুরে ২০ জন, গোপালপুরে ১ জন, মধুপুরে ৪ জন, ঘাটাইলে ৫ জন, দেলদুয়ারের ৫ জন বাসিন্দা রয়েছেন।
তিনি আরও জানান, মির্জাপুরে করোনা আক্রান্ত হয়ে প্রকাশ কর্মকার দুলু নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি মির্জাপুর পৌরসভা এলাকার সাত নম্বর ওয়ার্ডের সরিষাদাইড় গ্রামের সুরেষ কর্মকারের ছেলে। সোমবার সকালে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ৯৬৫ জন করোনা আক্রান্তের মধ্যে ৫৫৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ২১ জন।