নজরুল নগরের ইউপি মেম্বারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ।
মিজান ফারহান।
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩ ,
ভোলার চরফ্যাশনে মেইন সড়কের ওপরে দোকান ঘর বহাল রাখতে চাঁদা দাবীর মিথ্যা অপপ্রচার করার অভিযোগ উঠেছে স্থানীয় শাহজাহান মুন্সী নামের এক ঘর মালিকের বিরুদ্ধে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে এই অভিযোগ করেছেন উপজেলার নজরুল নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহিদুল সিকদার।
অভিযুক্ত ঘর মালিক শাহজাহান মুন্সী একই ওয়ার্ডের বাসিন্দা ও বাবুর হাট বাজারের ঘর মালিক।
অভিযোগে ইউপি সদস্য জাহিদুল সিকদার বলেন, বাবুর হাট বাজারের লঞ্চঘাট যাওয়ার মেইন সড়কের নির্মাণ কাজ করার জন্য দায়িত্বরত ঠিকাদার নজরুল নগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহ আমাকে ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বাজারের সড়ক ও জনপদ বিভাগের জায়গায় থাকা দোকান ঘর মালিকদেরকে ঘর অপসারণ করার জন্য বলার পর ঘর মালিকরা তাদের ঘর সরিয়ে নিলে বৃহস্পতিবার ২১ ডিসেম্বর সকাল থেকে সড়ক বিভাগের ঠিকাদার কাজ শুরু করেন। এদিকে সড়ক ও জনপদ বিভাগের জায়গার ওপরে দোকান ঘর থাকা ঘর মালিক শাহজাহান মুন্সী পূর্ব শত্রুতার জের ধরে এবং আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করায় জন্য আমার বিরুদ্ধে মিথ্যা আড়াই লাখ টাকা চাঁদা দাবী করেছি বলে নাটক সাজিয়ে অপপ্রচার চালিয়ে চালাচ্ছেন। এ রকম কোন প্রমান কেউ দেখাতে পারবেনা। ভবিষ্যতে যদি শাহজাহান মুন্সী আমার বিরুদ্ধে এধরনের মিথ্যা চাঁদা দাবীর অপপ্রচার চালায় তাহলে রাষ্ট্রের আইন অনুযায়ী আমি ব্যবস্থা নিবো।
শনিবার ২৩ নভেম্বর ২০২৩ সকাল সাড়ে ১১ টায় নজরুল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমিন হাং এর কাছে সাংবাদিক’রা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখানে মহাসড়কের কাজ করে ঠিকাদার তাদের রাস্তা করতে যতটুকু জায়গায় প্রয়োজন তারা সেটা নিবে, যদি রাস্তা পাশে অবৈধ স্থাপনা থাকে সেটা ভেঙে দিবে।রাস্তার পাশে অনেকে বসতি দোকান ঘর ছিল দোকান মালিকদের ঠিকাদার ঘর ভেঙে নেওয়ার জন্য বলে। নিদিষ্ট সময়ে ঘর না ভাঙায় ঠিকাদার ভেকুর মাধ্যমে উচ্ছেদ করে দেয়। এখানে জাহিদ মেম্বার টাকা দাবির কোন প্রশ্ন আসেনা, আমি এমন অভিযোগ কারো কাছে শুনিনি।
এবং ১৫ নং অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিব মাষ্টার জানায়, বাবুর হাট টু ভোলার মহাসড়কে কাজ চলছে, দেশের উন্নয়নের জন্য। মহাসড়ক নির্মান করতে গিয়ে অনেক দোকান ঘর রাস্তা সীমানায় পরেছে, ঠিকাদার এবিষয়ে চেয়ারম্যান কে জানালে, চেয়ারম্যান বাজারের সভাপতি/ সম্পাদক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে দোকান মালিকদের অবগত করে। দোকান ভেঙে নেওয়ার জন্য, ঘর না ভাঙ্গার কারনে ঠিকাদার তাদের প্রয়োজন মতো জয়গান নিয়ে নেয়। এবং জাহিদ মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার চালায়, যা মিথ্যা ভিত্তিহীন।
এদিকে, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান মাষ্টার বলেন.. মহাসড়ক নির্মানের জন্য জনকল্যাণে তাদের প্রয়োজন মতো জয়গান নিয়েছে এখানে কেউ চাঁদা দাবি করেনি, টাকা দিয়ে সরকারি কাজ বন্ধ করার মতো লোক এখানে নেই, জাহিদ মেম্বারের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
দক্ষিণ আইচা সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বে থাকা সাব ঠিকাদার মো. জাকির হোসেন জানান, বাবুর হাট বাজারে সড়ক বিভাগের জায়গায় থাকা ঘর মালিকদের ঘর সরাতে বলার পর তারা তাদের ঘর সরিয়ে নিয়ে যান। পরে আমরা সড়কের নির্মাণ কাজ শুরু করি। আমরা কারো দোকান ঘর জোরপূর্বক ভাংচুর করি নাই। এখানে কোনো ধরনের অর্থ বানিজ্য হয়নি।
শনিবার সকালে সরেজমিনে গেলে স্থানীয় দোকানদার হাবিব, আলম মুন্সি ও মাহাবুব জানান, সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বরত ঠিকাদাররা ঘর সরাতে বলার পর আমাদের দোকান ঘর স্বইচ্ছায় ভেঙে নিয়ে গেছি। কেউ আমাদের কাছে টাকা-পয়সা দাবী করেননি। ইউপি সদস্যের বিরুদ্ধে শাহজাহান মুন্সী মিথ্যা অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছেন বলে জানান তারা।