ভোলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের দায়ে ৪৯জন বহিষ্কার ২২ পরীক্ষার্থীর কারাদন্ড
মিজান ফারহান।।
9 December 2023 ,
:: বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের ২২ টি জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার(৮ ডিসেম্বর)। ভোলা জেলায় ৩৫০ টি পদের বিপরীতে লিখিত পরীক্ষার্থী ১৬,৯১২ জন থাকলেও এমসিকিউ পদ্বতিতে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে ১২,৯৯৪ জন পরীক্ষার্থী। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘন্টা ব্যাপী ভোলা সদরের ৩০ টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৬২ জন পরীক্ষার্থীকে বহিস্কার করেনন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় নারী ও পুরুষ পরীক্ষার্থীরা মুঠোফোন ও বিভিন্ন অত্যাধুনিক ডিভাইস শরীরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখে অনিয়মের আশ্রয় নেয়ার অপরাধে ১০ জন নারী ও ১২ জন পুরুষ সহ মোট ২২ জনকে আটক করে প্রশাসন। রাত ১০ টা নাগাত সেই ২২ জনকে ভোলা সদর থানায় আটক থাকতে দেখা যায় এবং এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) মোঃ আলমগীর হোসাইন বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার মাধ্যমে কারাদন্ড প্রদান করা হবে”।