আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ

রাজনীতি

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৩ ( নিখাদ বার্তাকক্ষ) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করার লক্ষ্যে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দলের এক বার্তায় দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে দেশের আট বিভাগের জন্য স্থাপিত ১০টি বুথ থেকে গত ১৮ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি করা হয়। বিক্রি কার্যক্রম চলে ২১ নভেম্বর পর্যন্ত। চার দিনে সারা দেশে ৩০০ আসনের জন্য মোট তিন হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এ ছাড়া অনলাইনে এবারই প্রথম ১২১ ফরম বিক্রি করা হয়।

এ সভা থেকেই যাচাই-বাছাই করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের জন্য নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে। যেসব আসনে বেশি বিতর্কিত ও টানা তিনবার দল ক্ষমতায় থাকলেও তৃণমূলে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করতে পারেনি কেবল সেসব এমপিরা ছিটকে পড়তে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল সাংবাদিকদের বলেন, আমাদের মনোনয়ন প্রক্রিয়া গণতান্ত্রিক। অভ্যন্তরীণ গণতন্ত্র আমরা অনুসরণ করি। জনমত জরিপ, সরকারি জরিপ ছাড়াও প্রধানমন্ত্রীর নিজস্ব একটা সেল আছে। সবগুলো মিলিয়ে যার নম্বর বেশি তাকেই মনোনয়নের জন্য বিবেচনা করা হয়। সব বিবেচনা করে গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *