সাতক্ষীরা প্রতিনিধি :
মহাসপ্তমীতে সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলামসহ সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।
শনিবার সপ্তমীতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সুলতানপুর সাহাপাড়া, শিবপুর ইউনিয়ন ও আগরদাড়ী ইউনিয়নের বিভিন্ন ম-প পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু,
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, গণেশ মন্ডল, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপশ আশ্চর্য্য, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, শিবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, সদস্য প্রভাষক মঈনুল হাসান, বসির আহমেদ প্রমুখ।
এসময় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনাকে বুকে ধারণ করে শান্তিপূর্ণভাবে স্ব স্ব ধর্ম পালন করে আসছে। যদি কেউ সেই আনন্দে বাধা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।