নিখাদ বার্তাকক্ষ :
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ নাজমুল আহসান এর সাতক্ষীরা আগমন উপলক্ষে দৈনিক সাতক্ষীরা কন্ঠ পরিবারের কক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
গতকাল শুক্রবার ২১শে জুলাই পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ নাজমুল আহসান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভাঙন কবলিত ও নির্মাণাধীন উপকুল রক্ষা বাধ পরিদর্শন করেন। এসময় তিনি প্রায় ৪৫ হাজার জনগোষ্ঠী অধ্যুষিত গাবুরাকে রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত এক হাজার কোটি টাকা ব্যয়ে চলমান মেগাপ্রকল্পের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
বার বার ভাঙনের মুখে পড়ার কারনে চলতি বছর থেকে গাবুরাকে রক্ষায় চারপাশ ঘিরে থাকা উপকুল রক্ষা বাঁধ টেকসইভাবে নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এক হাজার কোটি টাকা ব্যয়ে চলমান মেগা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে পানি সম্পদ মন্ত্রালয়ের সচিব নির্মাণাধীন বাঁধ পরিদর্শন করেন। সরেজমিন পরিদর্শনকালে তিনি মারাত্মক ঝুঁকিপুর্ণ অবস্থায় থাকা গাবুরার তিনটি পয়েন্ট ঘুরে দেখেন।
এছাড়া নদীর মধ্যভাগে স্থাপনকৃত কার্গোতে যেয়ে বালুভর্তি জিও ব্যাগের পরিমাপ যাচাইয়ের পাশাপাশি ৫নং পোল্ডারের ভীতিকর অবস্থায় পৌছানো দুর্গাবাটি এলাকার বাঁধ ঘুরে দেখেন। একই সাথে কার্যাদেশ অনুযায়ী সঠিকভাবে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেয়ার পাশাপাশি কাজের গুনগতমান নিশ্চিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।
আজ শনিবার ২২শে জুলাই সার্কিট হাউজে মধ্য ভোজন শেষে দৈনিক সাতক্ষীরা কন্ঠ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, দৈনিক সাতক্ষীরা কন্ঠ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় করেন দৈনিক সাতক্ষীরা কন্ঠের প্রধান সম্পাদক এ্যাডঃ শেখ সিরাজুল ইসলাম সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন, সহ-সম্পাদক তারিক মোঃ তানজিম, সহ-সম্পাদক মোঃ আজগার আলী, স্টাফ রিপোর্টার জি এম রেজাউল করিম রেজাসহ সাতক্ষীরা কণ্ঠ পরিবারের সদস্য বৃন্দ।
-প্রেস বিঞ্জপ্তি।