কুমিল্লায় বর্ষার আকাশে রং বেরঙের ঘুড়ি

সারাদেশ

কুমিল্লা (দক্ষিণ), ১৬ জুলাই, ২০২৩ (নিখাদ বার্তাকক্ষ) : বাহারি ঘুড়িতে ছেয়ে গেছে কুমিল্লার আকাশ। অবসর সময়ে কুমিল্লার বিভিন্ন জেলা ও উপজেলার আকাশে উড়ছে বাহারি ঘুড়ি। লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি নানা রঙের ঘুড়ি আকাশে উড়ছে। দেখে মনে হচ্ছে, রঙের মেলা বসেছে আকাশজুড়ে। এসব ঘুড়ি উড়ানোর জন্য অনেকে বাড়ির ছাদ ও বাড়ি সংলগ্ন মাঠকে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন এলাকায় দিনে রাতে ছোট-বড় নানা বয়সী ঘুড়িপ্রেমী মেতেছেন এ উৎসবে। কিশোর, যুবকদের বাড়ির ছাদে কিংবা বাড়ির পাশের খালি মাঠে বসে এসব ঘুড়ি উড়াতে দেখা গেছে। বর্তমানে ঘুড়ির চাহিদা বাড়ায় ৫০ থেকে ৫০০ টাকায় প্রতিটি ঘুড়ি কিনছেন আগ্রহীরা। প্রতিদিন আকাশে দিন থেকে রাত অব্দি উড়ছে এসব ডিজিটাল রঙ্গিন ঘুড়ি। কুমিল্লার রেইসকোর্স, তালপুকুর পাড়, বাগিচাগাঁত্ত, ঠাকুরপাড়া, ধর্মপুর, টমসমব্রীজ ও চর্থার বিভিন্ন বাড়ির ছাদ ও খোলা মাঠে বাহারি রঙের ঘুড়ি উড়তে দেখা যায়। আকাশে চোখ মেললেই দেখা যায় ঘুড়ির লড়াইয়ের দৃশ্য। হালের নেটপ্রেমী কিংবা স্মার্টফোনে বুঁদ হওয়া তরুণ প্রজন্মকে মাঠে ফেরাতে দারুণ কাজ করছে ঘুড়ি। কুমিল্লার আকাশে কোনোটি আকারে খুব বড় ও দেখতে মনোহর। আবার কোনোটি আকারে খুবই ছোট যা দ্রুত উড়তে পারে। কুমিল্লার আকাশে যেসব ঘুড়ি দেখা যায়। তা হলো চারকোণা আকৃতির বাংলা ঘুড়ি, ড্রাগন, বক্স, মাছরাঙা, ঈগল, ডলফিন, অক্টোপাস, সাপ উড়তে দেখা যায়। কুমিল্লার ঘুড়ি প্রেমী কামরুল ইসলাম বাসসকে বলেন, বন্ধুরা মিলে বাড়ির ছাদে অথবা মাঠে গিয়ে ঘুড়ি উড়িয়ে সময় কাটাচ্ছেন। এগুলো দেখে বিনোদন উপভোগ করে মুগ্ধ হচ্ছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *