নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত নাশকতা ও হামলা চালাতে পারে: বাহাউদ্দিন নাছিম

সারাদেশ

মাদারীপুর, ২৯ জুন, ২০২৩ (নিখাদ বার্তাকক্ষ) : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত বড় ধরনের নাশকতা কিংবা হামলা চালাতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে তিনি এ মন্তব্য করেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের মানুষকে টার্গেট করে বোমা হামলা, অগ্নি সন্ত্রাস করার পাশাপাশি বিভিন্ন জঙ্গিবাদী শক্তিকে পৃষ্টপোষকতা করে।
তিনি বলেন, এই অশুভ শক্তি যেকোন সময় দেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র করতে পারে। এই সন্ত্রাসীগোষ্ঠী নির্বাচন চায় না, তারা বানচাল করতে চায়। বিএনপি অগ্নি সন্ত্রাস করে ভয়ভীতি দেখিয়ে মানুষকে জিম্মি করতে চায়। এদের বিপক্ষে আওয়ামী লীগ সজাগ রয়েছে।
আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করা আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচনে মানুষের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ পরিচালনা দায়িত্ব জনগণ যাকে দিবে, তারাই দেশ পরিচালনা করবে। এক্ষেত্রে নির্বাচন বানচাল করে মানুষের ওপর আক্রমণ করার অধিকার কারোরই নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *