সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নিরাপদ মধুর উৎপাদন বৃদ্ধি ও ভেজাল প্রতিরোধে করণীয় শীর্ষক অবহিতকরণ ও একই সাথে জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো: আব্দুল কাইউম সরকার।
বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব মো: রেজাউল করিম, অতিরিক্ত পরিচালক ও উপ সচিব কাওছারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্টের বিষ্ণুপদ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর, সার্কেল) মীর আসাদুজ্জামান, নিরাপদ খাদ্য কতৃপক্ষের খুলনা’র জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: আশরাফুল আলম।
কর্মশালায় অর্ধশতাধিক মধু ব্যবসায়ী উপস্থিত ছিলেন। কর্মশালায় সঠিক মধু চেনার উপায় ও কীভাবে ভেজাল করা হয় তা অবগত করা হয়।