কক্সবাজার সমুদ্রসৈকত, হোটেল-মোটেল ঈদুল আজহা পর্যন্ত বন্ধ
করোনা সংক্রমণ রোধে কক্সবাজারে সমুদ্রসৈকতসহ হোটেল-মোটেল এবং পর্যটনকেন্দ্রগুলো ঈদুল আজহা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
শনিবার জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রমের সমন্বয়ক সিনিয়র সচিব মোহাম্মদ হেলালুদ্দিন আহমেদ বলেন, লকডাউনের পর সাধারণ ছুটির মেয়াদ শেষ হলেও জেলাকে এখনো পুরোপুরি করোনামুক্ত করা সম্ভব হয়নি। তাই সমুদ্রসৈকত, হোটেল-মোটেল ও পর্যটনকেন্দ্রগুলো ঈদুল আজহা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে, পরবর্তীতে সরকারি নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সব কিছু চালু করা হবে বলেও জানান তিনি।