পটু্য়াখালী-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক।

প্রচ্ছদ রাজনীতি

পটু্য়াখালী-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক।

স্টাফ রিপোর্টার।।

পটুয়াখালী-৩ আসনে থেকে নৌকার টিকিট নিয়ে নির্বাচিত হয়ে স্মার্ট গলাচিপা-দশমিনা উপজেলা গড়তে চান কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এর্টনীজেনারেল অ্যাডভোকেট এস এম ফজলুল হক। তিনি শ্রমিক ও কৃষক লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন দীর্ঘদিন। মুক্তিযুদ্ধ কালীন সময়ে বীর মুক্তিযোদ্ধাদের সাথে কাজ করেছেন গোয়েন্দা হিসেবে। ওই সময়ে দেশ স্বাধীনে পালন করেছেন বিশেষ ভূমিকা। বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে রাশিয়া থেকে পড়াশুনা করা এস এম ফজলুল হক গলাচিপা-দশমিনা উপজেলার মানুষের জন্য কাজ করছেন দীর্ঘদিন ধরে। সরকারদলীয় নেতাদের জন্য কাজ করতে পিছিয়ে নেই তিনি। নির্বাচনী এলাকায়ও গণসংযোগ করছেন সমান তালে। দশমিনা উপজেলা আওয়ামী লীগের এক সময়ের তুখোড় এই নেতা নির্বাচনী এলাকায় বেশ জনপ্রিয়। অ্যাডভোকেট এস এম ফজলুল হক এরই মধ্যে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দুই উপজেলাসহ কেন্দ্রে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। দুই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে গ্রাম পর্যন্ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন এলাকার গ্রামগঞ্জে ও হাটবাজারে পোস্টার ব্যানার লাগিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ ৫৪ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ফজলুল হক গলাচিপা-দশমিনা উপজেলার বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের জনপ্রিয়তা আরো বাড়িয়ে তুলেছেন। আওয়ামী লীগের হাইকমান্ডের সাথে তার চমৎকার সম্পর্ক রয়েছে বলে জানা যায়। আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন তিনি এ আসনে মনোনয়ন পাওয়ার যোগ্য ও দৌড়ে এগিয়ে রয়েছেন। তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারেও আশাবাদী।
তিনি পরিবারিক সূত্রেই তিনি আওয়ামী লীগের সাথে জড়িত। বিনয়ী রাজনৈতিক নেতা ফজলুল হক ব্যক্তিগত অর্থায়নে সাধারণ মানুষের জন্য কাজ করে ব্যাপক সাড়া ফেলছেন। স্মার্ট গলাচিপা-দশমিনা নির্মাণে কাজ শুরু করেছেন তিনি।
মনোনয়ন পাওয়ার বিষয় অ্যাডভোকেট এস এম ফজলুল হক বলেন, আমি মনোনয়ন পাওয়ার বিষয় শতভাগ আশাবাদী। দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছি। আমি মনোনয়ন পেলে ইতিহাস সৃষ্টি করে বিপুল ভোটে নির্বাচিত হবো। তিনি বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠনে দৃঢ় ভূমিকা রাখবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *