চর ফ্যাসনে ছাত্র লীগের ৭৫ তম প্রতিষ্ঠাতা বার্ষীকি পালিত।।
মিজান ফারহান।।
১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি ছাত্র লীগ সংগঠন টি গঠিত হয়।
বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর হাতে গড়া এশিয়া মহা দেশের সর্ব বৃহত্তম সংগঠন বাংলাদেশ ছাত্র লীগের আজ ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত হয়, সারা দেশে এর ন্যায়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করে ভোলা জেলা আওতাধীন চর ফ্যাসন উপজেলা ছাত্র লীগ।
সকাল ৯ঃ৩০ মিনিট এর জতীয় পাতাকা ও দলীয় পাতা উত্তলন করেন এবং বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্প অর্পন ও কেকে টেকে প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করেন।
চর ফ্যাসন উপজেলা ছাত্র লীগ।
সভাপতি মোঃ মেহেদি হাসান (সোহাগ)।
সাধারণ সম্পাদক মোঃ এনামুল আহসান (আসিফ)।
পৌর ছাত্র লীগের।
সভাপতি মোঃ এইচ,এম আরমান।
সাধারণ সম্পাদক মোঃ আল আমিন (শুভ)।
সহ ছাত্র লীগের বিভিন্ন ইউনিট এর নেতা কর্মীরা উপস্থিত ছিল, চর ফ্যাসনের মেইন সড়ক হয়ে ছাত্র লীগের একটি বিশাল পথসভা হয়, পথসভা শেষে।
আওয়ামী লীগের দলীয় কার্যলয়ের সামনে এসে অবস্থান করে, চর ফ্যাসন উপজেলা ছাত্র লীগে এর সভাপতি / সম্পাদক ছাত্র লীগের নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র লীগে কঠোর ভূমিকা পালন করতে হবে।
এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা কে ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে ছাত্র লীগ কে তদন্ত প্রহরী হয়ে মাঠে কাজ করতে হবে।