নববর্ষের আগমনে।।
কলমেঃ ফয়েজ আহম্মদ
৩১/১২/২০২২
নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা,
পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা।
হানাহানি বেধাবেদ সব কিছু ভুলি,
এসো সবাই মিলেমিশে সৎ পথে চলি।
স্বপ্ন সাজাও রঙিন মেলায়
জীবন ভাসাও রঙিন ভেলায়।
ফিরে চলো মাটির টানে,
নতুন সুরে নতুন গানে।
নতুন আশা জাগাও প্রানে,
খুঁজে নাও বাঁচার মানে।