নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটির উদ্যোগে আজ ১৭ নভেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার, ফাউন্ডেশনের সুবর্ণ ভবনের ১২ তলায় হল রুমে, প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় নিয়োজিত সেবকদের সেবার মান উন্নয়ন ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ড.মোঃ রেজাউল কবির (বিএমএস)।সভাপতি জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটি। স্বাগত বক্তব্য রাখেন ডাঃ মোঃ আনিসুজ্জামান সাধারণ সম্পাদক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটি। ধন্যবাদ জ্ঞাপন করেন সোসাইটির সাংগঠনিক সম্পাদক-২ হুমায়ুন কবির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফুলমতি রোজিও, অভিব্যক্তি প্রকাশ করেন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) মোঃ আলী হোসেন ও মোঃ হাবিবুর রহমান,সম্মানিত অতিথি ইমেলদা হোসেন দীপা। ডাঃ নাসির উদ্দিন আহমেদ ও পলি বিশ্বাস এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেসমিন নাহার (যুগ্মসচিব) পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। প্রধান অতিথি ছিলেন মোঃ রুহুল আমিন খাঁন(অতিরিক্ত সচিব)জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। তিনি তার বক্তব্যবে বলেন যতদিন দেহে রবে প্রাণ ততদিন সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) দের কল্যাণে কাজ করে যাব।এই প্রতিষ্ঠানে সবে মাত্র যোগদান করলাম। দেখে শুনে সকল সমস্যার সমাধান করা হবে। চাই শুধু আপনাদের সহযোগিতা। আরো যারা বক্তব্য রাখেন BAOA সংগঠনের পক্ষে কমিটির সভাপতি- কামরুল হাসান,যুগ্ম সাংগঠনিক সম্পাদক সোসাইটি। থেরাপি সহকারীদের সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন এমকে পারভেজ পরিকল্পনা বিষয়ক সম্পাদক সোসাইটি, মনিরুজ্জামান, ডাঃ হাফিজুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ সারোয়ার জাহান ও গীতা পাঠ করেন প্রাণতোষ বিশ্বাস।