সাতক্ষীরায় সড়কের উপর দাঁড়িয়ে থাকা যাত্রীশুন্য বাসে আগুন

অপরাধ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় আগুনে পুড়ে গেছে সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি যাত্রীশুন্য বাস।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া বাসটির হেলপার কবীর হোসেন জানান, রিজার্ভ হিসেবে বাগেরহাটে যাওয়ার জন্য বৃহস্পতিবার রাতে বাসটি (সিলেট-জ-১১-০৭২৯) সাতক্ষীরা -খুলনা সড়কের কাটিয়া আমতলা মোড়ে সরকারি হাইস্কুলের সামনের সড়কে রাখা হয়। বাসটির সামনে একটি ট্রাকও দাঁড়িয়েছিল। শুক্রবার সকাল ৯টার দিকে বাসটি পানি নিয়ে পরিষ্কার করছিলেন তিনি। দরজা খোলা রেখে বালতিতে করে পার্শ্ববর্তী ট্যাপে পানি আনতে যান তিনি। কিছুক্ষণ পর বাসটিতে আগুনের কুন্ডলী দেখে ছুটে আসেন। স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর আগেই বাসটির ভিতরের সিট, ইঞ্জিনসহ ৮০ শতাংশ পুড়ে যায়।
বাসটির মালিক সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সদ্য বিদায়ী সদস্য সচিব গোলাম মোর্শেদ জানান, আগামি ৩ ডিসেম্বর জেলা বাস মালিক সমিতির নির্বাচন। এটাকে কেন্দ্র করে, অথবা বাসটির স্টাফদের রাখা মশার কয়েল অথবা সট সার্কিটের ফলে আগুন লাগতে পারে। তবে পুলিশ তদন্ত করে আগুণ লাগার মূল কারণ উদ্ধার করতে পারবে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক ইসমাইল হোসেন জানান, তদন্ত করে বাসে আগুন লাগার কারণ বের করার চেষ্টা চলছে।

আসাদুজ্জামান সরদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *