সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বিষাক্ত সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শ্যামনগরের বল্লভপুর গ্রামে। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। মৃত ব্যক্তির নাম আনন্দ মন্ডল(৫২)।
স্থানীয়রা জানিয়েছেন, শনিবার গভীর রাতে আনন্দ মন্ডলকে ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
শ্যামনগর থানার ওসি ওয়াহিদ মোর্শেদ নিহতের পরিবারের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।