সাতক্ষীরার সনাতন ধমার্লম্বীদর মনসা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

সারাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় আড়ম্বরের সাথে সনাতন ধমার্লম্বীদর মনসা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। এই পূজাকে কেন্দ্র করে প্রতিবছরর ন্যায় এবারও শনিবার থেকে ঐতিহ্যবাহি গুড় পুকুরের মেলা শুরু হওয়ার কথা থাকলেও সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষ আগামীকাল রবিবার (১৮ সেপ্টম্বর) এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বল জানা গেছে। শহরের পলাশপাল গুড়পুকুর পাড়ের বটতলায় চলে মনসা ও বিশ্বকর্মা পূজার কার্যক্রম। পূজা উপলক্ষ বহুলা লক্ষিন্দরের ভাসান গানের পালা শুরু হয়েছে। হিন্দু নরনারীরা বটতলায় পূজা দিয়েছেন। এবারর এই পূজায় পুরাহিতর দায়িত্ব পালন করছন গৌতম ব্যানার্জি।
এই বছরের গুড় পুকুরের মেলা ১৫ দিনের জন্য অনুমতি দিয়েছে প্রশাসন। প্রতি বছর ভাদ্র মাসের শেষ দিন এই মেলা বসে। শহরর বিভিন প্রান্তে জুড়ে বসে শত শত দোকানপাট। গ্রামীন লোকজ ঐতিহ্যর পশরা সাজিয় চলে বেচাকেনা। চরশত বছর যাবত এই মেলা অনুষ্ঠিত হয় আসছে।
প্রসঙ্গত ২০০২ সালর ২৮ সেপ্টেম্বর এ মেলায় ভয়াবহ বোমা হামলার ঘটনার পর থেকে কয়েক বছর মেলা বন্ধ ছিল । এরপর ২০১১ সাল থেকে তা ফের চালু হয়। তব মেলার সই প্রাণময় দিনগুলি আর নই। সীমিত পরিসর মেলা শহরর আব্দুর রাজ্জাক পার্কে বিগত কয়েক বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *