সাতক্ষীরায় বর্ষার পানিতে কবর থেকে ভেসে উঠেছে মরদেহ

সারাদেশ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে বর্ষার পানিতে কবর থেকে ভেসে উঠেছে কয়েক দিন আগে দাফনকৃত একটি মরদেহ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের বহেরা পোস্ট অফিসের পেছনে আমানউল্লাহ ফাউন্ডেশনের অভ্যন্তরে এ মরদেহ ভেসে ওঠার ঘটনা ঘটে। এসময় কবর থেকে ভেসে ওঠা মরদেহটি সাদা কাফনের কাপড়ে মোড়ানো ছিল।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন আগে বহেরা গ্রামের মৃত আমানউল্লাহ হাজীর ছেলে রফিকুল ইসলাম (৫৫) এর মৃত্যু হলে তাকে আমাউল্লাহ ফাউন্ডেশনের অভ্যন্তরে দাফন সম্পন্ন হয়। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে কবরের ভেতরে পানি ভরাট হওয়ায় হঠাৎ মরদেহটি ভেসে উঠতে দেখা যায়। এসময় লাশের গন্ধে সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুল হক বলেন, তাৎক্ষণিক কবর থেকে মরদেহ ভেসে ওঠার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসময় মরদেহটি একনজর দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ কবরস্থানে ভীড় জমাতে থাকে। তবে মৃতের স্বজনরা বাইরে থাকায় স্থানীয়রা ফের লাশটি মাটিচাপা (কবর) দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *