পিছু হটেছে চীনা সেনা, প্রমাণ মিলল উপগ্রহ চিত্রে

আন্তর্জাতিক

উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। তবে এরই মধ্যে উত্তেজনা কমার আভাস মিলেছে। যেখানে দুই দেশের সেনাদের রক্তাক্ত সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিল সেখান থেকে অন্তত এক কিলোমিটার পিছু হটেছে চীনের সেনারা। এবার সেই তথ্যের স্বপক্ষে প্রমাণও পেল ভারত। সাম্প্রতিক উপগ্রহ চিত্র বলছে গলওয়ান ভ্যালি থেকে সত্যিই পিছু হঠেছে চীনা সেনা।

৬ জুলাই তোলা ওই ছবিগুলোতে পরিষ্কার, যে গলওয়ান ভ্যালির সংঘর্ষস্থলে আর চীনা সেনার উপস্থিতি নেই। সেনা ছাউনি, সাঁজোয়া গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ছবির মাধ্যমে দেখা গেছে পিপি ১৪ এলাকায় নতুন করে রাস্তা নির্মাণ করেছে চীনা সেনা। এই রাস্তাগুলো গালওয়ান নদীর পানিস্তর বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

নতুন ছবিতে দেখা গেছে, যে রাস্তা চীনা সেনারা তৈরি করেছে তা খালি পড়ে রয়েছে। নতুন করে কোনও নির্মাণ কাজও চোখে পড়েনি। ভারত চীন রক্তক্ষয়ী সংঘর্ষস্থল থেকে প্রায় দেড়-দুই কিমি দূরে চীনা সেনা ছাউনি তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *