নিখাদ বার্তাকক্ষ: স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরা থেকে রাতেই রওনা হচ্ছে তিন শতাধিক ছোট বড় যানবাহন। জেলার প্রতিটি উপজেলা থেকে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস রিজার্ভ করে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা রওনা হচ্ছেন। জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এসব যানবাহন রিজার্ভ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলাসহ প্রায় ৩শতাধিক ছোড় বড় বাস মাইক্রোবাস যোগে ১৫ হাজার মানুষকে সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাত সাড়ে ১২টার পর থেকে গাড়ি যাওয়া শুরু হবে। জেলা নেতৃবৃন্দ রওনা হবেন রাত ৪টার দিকে।
এদিকে পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি ও দলীয় নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন বিলবোর্ড আর তোরণে ছেয়ে গেছে।