পদ্মা সেতু শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের সাক্ষ্য: ভারত

প্রচ্ছদ

নিখাদ বার্তাকক্ষ: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভারত। শুক্রবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু প্রকল্প সফলভাবে শেষ হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের সাক্ষ্য দেয়। এ প্রকল্প একাই সামনে এগিয়ে নিতে বাংলাদেশের সিদ্ধান্তকে অবিচলভাবে সমর্থন করে এসেছে ভারত।

পদ্মা সেতু ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় ও উপ–আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সেতুটি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থাই উন্নত করবে না, পাশাপাশি ভারত ও বাংলাদেশের মধ্যকার সাধারণ অঞ্চলগুলো যুক্ত করতে প্রয়োজনীয় লজিস্টিক সমর্থন দেবে এবং ব্যবসায় গতি আনবে।

এর আগে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বাংলাদেশের উন্নয়নযাত্রায় পদ্মা সেতুর উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে অভিহিত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *