নিখাদ বার্তাকক্ষ: বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের ত্রাণ সহায়তা দিতে সুনামগঞ্জে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের মহাপরিচালক। বৃহস্পতিবার (২৩ জুন) আলাদা আলাদা সময়ে সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তারা।
এ তথ্য নিশ্চিত করে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশের প্রধান বেনজীর আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আজ সুনামগঞ্জে আসছেন। তাদের মধ্যে আইজিপি তাহিরপুর উপজেলায়, সেনাবাহিনী প্রধান ও র্যাবের মহাপরিচালক সুনামগঞ্জ সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন।
গত মাসের শেষ দিকে সুনামগঞ্জ থেকে বন্যার পানি নেমে গিয়েছিলো। কিন্তু টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় দুই সপ্তাহ পর আবার বন্যা দেখা দেয় জেলাটিতে। বর্তমানে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে আরও অনেক এলাকা। আগে থেকে প্লাবিত হওয়া এলাকায় পানি বাড়ছে।