পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে : শেখ হেলাল

প্রচ্ছদ

নিখাদ বার্তাকক্ষ : বঙ্গবন্ধুর ভাতিজা সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন যমুনা সেতু হবে, পদ্মা সেতু হবে। পদ্মা সেতুর চালু মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হবে। সঙ্গে কোটি বাঙালীর মনের আশা পূরণ হবে বলে তিনি জানান।
শুক্রবার বিকেলে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাগেরহাট সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
শেখ হেলাল বলেন, ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। এ উপলক্ষে জনসভার আয়োজন করা হয়েছে। আপনারা আওয়ামী লীগের নেতৃত্বে সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশগ্রহণ করবেন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *