এক দিনে ৪৪ জনের দেহে করোনা শনাক্ত, ফেনীতে

সাস্থ্য ও চিকিৎসা

মোঃমিজানুর রহমান ঃস্টাফ রিপোর্টার

ফেনীতে একদিনে আরো ৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১০ জনের প্রতিবেদন আসে। সেখানে নতুন করে আরো ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মধ্যে সদরে ১৪ জন, দাগনভূঁইয়ায় ১৮ জন, সোনাগাজীতে ৯ জন, পরশুরামে ১জন, ছাগলনাইয়ায় ১ জন ও একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়। ফেনীতে চিকিৎসকসহ এখন পর্যন্ত ১শ ৩৩ শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ফেনী সদরের ৪৩জন, ছাগলনাইয়ায় ১৫ জন, দাগভূঞায় ৩৭ জন, সোনাগাজীতে ২০ জন, ফুলগাজীতে ৫ জন, পরশুরামে ৮ জন ও অন্যান্য আরো ৫ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে ৫৩ জন সুস্থ ও ৩ জনের মৃত্যু হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *