নিখাদ বার্তাকক্ষ: সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ আদালত….আইসিসিতে মামলা দায়ের করতে যাচ্ছে আল-জাজিরা। এরই মধ্যে একটি আইনি দল নিয়োগ দিয়েছে সংবাদমাধ্যমটি। এদিকে ইসরাইলি সেনারা আল জাজিরার ওই নারী সাংবাদিককে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে দাবি করেছে ফিলিস্তিন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল আল খাতিব বলেন, শিরিনের গায়ে সাংবাদিক লেখা পোশাক থাকলেও তাকে হত্যার উদ্দেশ্যেই মাথায় গুলি চালায় ইসরাইলি সেনারা। চলতি মাসে জেনিনে ইসরাইলি বাহিনীর অভিযানের সংবাদ সংগ্রহের সময় গুলিতে প্রাণ হারান আল জাজিরার জ্যেষ্ঠ সাংবাদিক শিরিন আবু আকলেহ। বৃহস্পতিবার (২৬ মে) এ হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্ত শেষ করেছে ফিলিস্তিন প্রশাসন। তদন্তের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় ফিলিস্তিনি অ্যাটর্নি জেনারেল বলেন, সাংবাদিক শিরিনকে ইসরাইলি সেনারা পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে প্রমাণ মিলেছে।