বিমান বাহিনীর শ্রেষ্ঠ জেসিও, বিমানসেনা ও এমওডিসি (এয়ার) ২০২০’র সনদপত্র ও ট্রফি বিতরণী অনুষ্ঠান

জাতীয় প্রচ্ছদ

নিখাদ বার্তাকক্ষ : বিমান বাহিনীর শ্রেষ্ঠ জেসিও, বিমানসেনা ও এমওডিসি (এয়ার) ২০২০’র জন্য নির্বাচিত সদস্যদের মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার, ঢাকায় অবস্থিত বিএএফ শাহীন হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ জেসিও, বিমানসেনা ও এমওডিসি (এয়ার) দের মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।
২০২০ সালে বিমান সদর ও অন্যান্য ঘাঁটি, ইউনিট হতে নির্বাচিত ৩২ জন বিমানসেনার মধ্য হতে বিমান সদর, কেন্দ্রীয় নির্বাচনী পর্ষদ ১ জন শ্রেষ্ঠ জেসিও, ১ জন শ্রেষ্ঠ বিমানসেনা ও অসামান্য অবদানের জন্য ১ জন বিমানসেনা নির্বাচন করে এবং ১০ জন এমওডিসি (এয়ার)’র মধ্য হতে ১ জন শ্রেষ্ঠ জেসিও এবং ১ জন শ্রেষ্ঠ এমওডিসি নির্বাচন করে।
মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. মাসুদ উজ জামান ইএন্ডআই ফিটার এবং সার্জেন্ট মোহাম্মদ রুহুল কুদ্দুস, সেক এসিস্ট্যান্ট (জিডি) যথাক্রমে শ্রেষ্ঠ জেসিও এবং শ্রেষ্ঠ বিমানসেনা হিসেবে নির্বাচিত হয়ে উভয়ে সনদপত্র ও ট্রফি লাভ করেন।
অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সার্জেন্ট মো. মাহফুজুর রহমান, রেডিও ফিটার শ্রেষ্ঠ বিমানসেনা হিসেবে নির্বাচিত হয়ে সনদপত্র লাভ করেন।
এছাড়াও এমওডিসি (এয়ার)’র মধ্যে মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমওডিসি) মো. পারভেজ আক্তার, ক্লার্ক শ্রেষ্ঠ জেসিও (এমওডিসি) এবং সার্জেন্ট (এমওডিসি) মো. আরিফুজ্জামান, জিডি শ্রেষ্ঠ এমওডিসি সদস্য হিসেবে সনদপত্র ও ট্রফি লাভ করেন।
উক্ত অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, বিভিন্ন ঘাঁটির এয়ার অধিনায়কগণসহ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ঘাঁটি হতে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *