নিখাদ বার্তাকক্ষ: পরিমাণে যতটুকুই হোক, ফেনসিডিল মাদক। এমন রায় দিয়েছেন আপিল বিভাগ।
ফেনসিডিল মাদক নয়, হাইকোর্ট বিভাগের এমন এক রায়ে বছরের পর বছর আটকে ছিল এ সংক্রান্ত মামলাগুলো। এতে থমকে যায় ফেনসিডিলসহ গ্রেপ্তার আসামিদের বিচার। হাইকোর্টের সেই রায়কে অযৌক্তিক উল্লেখ করে, সোমবার লিখিত রায়ে এনিয়ে সব সংশয় দূর করলো আপিল বিভাগ। একই সঙ্গে সেই রায়কে ভুল বলেও উল্লেখ করা হয়।
যশোরের চৌগাছায় ১৯৯৭ সালে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার, বাদল কুমার পালের যাবজ্জীবন সাজা বহাল রাখেন আপিল বিভাগ। ২২ পাতার রায়ে আদালত বলেন, এক সময় কফের সিরাপ হিসেবে ব্যবহার হলেও এখন তা পুরোটাই মাদক। পরিমাণ যতটুকুই থাকুক না কেন, তা মাদক হিসেবে গণ্য হবে।
পার্শ্ববর্তী দেশ ভারতের বিশেষজ্ঞরা, দেশটির সুপ্রিম কোর্টে মতামত দিয়েছেন, ফেনসিডিলের অতিরিক্ত ব্যবহার মাদক ছাড়া অন্যকিছু নয়। এমন পর্যবেক্ষণ গ্রহণ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ, সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষার জন্য আহ্বান জানান।
রায়ে বলা হয়, ফেনসিডিল বহনকারীদের মাদককারবারী হিসেবে গ্রেপ্তার করা যাবে।