চীনের সঙ্গে উত্তেজনা, ভারতের শক্তি ‘ব্রাহ্মোস সুপারসনিক মিসাইল’

আন্তর্জাতিক সারাদেশ

 

উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-চীনের সম্পর্ক। লাদাখ সীমান্তে গলওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের পর সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। সীমান্ত বিবাদ নিয়ে এর আগেও বহুবার সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। কারন ভারতের সঙ্গে প্রায় ৪ হাজার ৩৮৮ কিলোমিটার এলাকাজুড়ে সীমানা রয়েছে চীনের।

এদিকে, চীনের বিপক্ষে ভারতের সবচেয়ে বড় শক্তি হতে পারে ব্রাহ্মোস সুপারসনিক মিসাইল। ভারত ও রাশিয়ার দুই সংস্থা যৌথ উদ্যোগে এই মিসাইল তৈরি করে। গতি কিংবা ক্ষমতায় বর্তমানে এটি বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল।

জানা গেছে, সম্প্রতি চীন সীমান্তে এই মিসাইল মোতায়েন করা সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর গতি হবে ৩০০০ কিলোমিটার/ ঘণ্টা। অন্ধ্রপ্রদেশের সীমান্তে এই মিসাইল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাখা হতে পারে কাশ্মীরেও। পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুদেরও সহজেই টার্গেট করা যায় এই মিসাইলের মাধ্যমে। ভারতীয় সেনা

মোবাইল অটোনমাস লঞ্চারের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় এই মিসাইল। ২০০৭ থেকে ভারতীয় সেনাবাহিনীতে রয়েছে ‘ব্রাহ্মোস’। একাধিকবার এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করা হয়েছে। করা হয়েছে আরও অত্যাধুনিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *