রাশেক রহমানের ‘উপাখ্যান’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন মহামান্য রাষ্ট্রপতি

ঢাকা প্রচ্ছদ

নিখাদ বার্তাকক্ষ: বাংলাদেশ আওয়ামী লীগ নেতা রাশেক রহমানের লেখা ‘ উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত ২রা ডিসেম্বর ২০২১ ইং সন্ধ্যায় বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানের মহামান্য রাষ্ট্রপতি বলেন “লেখালেখিতে তরুণ প্রজন্ম বিশেষ করে তরুণ রাজনীতিকদের আরও বেশী এগিয়ে আসতে হবে। দেশ এবং জাতির উন্নয়নে তাদের চিন্তা-ভাবনা এবং কর্মপরিকল্পনা সেগুলো আরো বৃহৎ পরিসরে জনগণের সামনে তুলে ধরতে হবে।”

বাংলাদেশের ইতিহাস এবং রাজনৈতিক ধারাবাহিকতায় নতুন প্রজন্ম এর চিন্তা-ভাবনা, ধ্যান-ধারণা, জীবনবোধ, রাজনীতিবোধ সবকিছুর সমন্বয় ঘটিয়ে লেখকের ক্ষুদ্র অভিজ্ঞতা- যা তিনি গ্রহণ করেছেন, অবলোকন করেছেন, আত্মস্থ করেছেন তার চারপাশ থেকে, সমাজ থেকে, পরিবার থেকে, বন্ধুদের কাছ থেকে এবং সর্বোপরি জনগণের কাছ থেকে – তারই এক ক্ষুদ্র বহিঃপ্রকাশ লেখক এর “উপাখ্যান” নামক গ্রন্থটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *