চর মানিকায় পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু।

প্রচ্ছদ ভোলা শোক

চর মানিকায় পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু।

মিজান ফারহান, দৈনিক নিখাদ খবর।
১৯-১১-২০২১ইং

চর ফ্যাসন উপজেলার দঃআইচা থানা আওতাধীন ৯নং চর মানিকা ইউনিয়নের
চর মানিকা ১নং ওয়ার্ড আব্দুল জব্বার সিকদার বাড়িতে পানিতে ডুবে তিন সন্তানের জননী আজ মৃত্যু হয়।

গৃহবধূর স্বামী মোঃ মোশাররফ
( ৩৫)
পরিবার ও প্রতিবেশীদের থেকে জানা যায় ঐ গৃহবধূর মৃগীরোগ আক্রান্ত। আজ সকালে গৃহবধূ যখন পুকুরে থালাবাটি পরিস্কার করতে যায় তখন তার ঐ রোগ দেখা দেয় হয়তো।

ঐ পুকুরে মৃত ব্যক্তির জা এবং ভাতিজা বৌ গেলে পানিতে ডুবা অবস্থা দেখে তারা বাড়ি লোকজনদের ডাকলে অনেকে আসে ঘটনা স্থানে। পানি থেকে গৃহবধূ কে উদ্ধার করে স্বজনরা চর কচ্ছপিয়া গনস্বাস্থ্য নিয়ে যায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক বিকাশ বাবু।

ঐ গৃহবধূকে মৃত ঘোষণা করে, এই ঘটনা দঃআইচা থানায় অবগত হলে এখানকার তদন্ত অফিসার ইনচার্জ মিলন ঘোষ সংগীয় ফোর্স গনস্বাস্থ্য আসে এবং মৃত ব্যক্তির স্বজন বড় ভাই ঢাকা নারায়ণগঞ্জ পরিবার সহ বসবাস করেন ফোন জিজ্ঞাসা করনে তদন্ত অফিসার মিলন ঘোষ কোন অভিযোগ আছে কিনা এই মৃত্যু লাশের তখন মৃত গৃহবধূর বড় ভাই বলেন দীর্ঘ দিন যাবত আমার বোনের সাথে পারিবারিক ভাবে কোলাহল সৃষ্টি করে তার স্বামী ঢাকায় পাঠিয়ে দেয়। তারপর আমার বোন জামাইয়ে ফুফু মারফতে বাড়ি আসে।
এবং আমার বোনের কোন মৃগীরোগ আক্রান্ত ছিলনা,

তখন দঃআইচা থানা তদন্ত অফিসার মিলন ঘোষ একটি
সুরতহাল প্রতিবেদন তৈরি করেন লাশের ।দঃআইচা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃশাখাওয়াত হোসেন বলেন,

‘লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা যাচাই করে অপরাধ প্রমাণিত হলে অপরাধীদের শাস্তি আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *