নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট উদাহরণ: ডিআইজি হাবিব

প্রচ্ছদ সারাদেশ

নিখাদ বার্তাকক্ষ: ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, পূজা মণ্ডপের আয়োজন খুব সুন্দর হয়েছে। যারা এ আয়োজনে নিরলস পরিশ্রম করেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। ১৩৯ বছর যাবত এখানে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর পাশেই একটি মসজিদ রয়েছে যা নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির উৎকৃষ্ট উদাহরণ। এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী ও মুসলিম ধর্মাবলম্বী রয়েছেন তাদের পারস্পারিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা আস্থা এবং বিশ্বাস এটি আবহমান কাল ধরে চলমান থাক সে প্রত্যাশা করি।

গতকাল বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর আমলাপড়া পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা জানি যে পৃথিবীতে যখন পাপ বেড়ে যায় তখনই দুর্গা দেবীর আবিভার্ব ঘটেছে এবং তিনি অসুর বধ করেছেন। অর্থাৎ তখন তিনি অন্যায়কে রোধ করেছেন। তিনি শুধু রোধ করেননি সে রোধ করা মানবজাতিকেও শিখিয়েছেন। আমরা সেই শিক্ষাকে কাজে লাগিয়ে অন্যায়কে প্রতিহত করি এবং সত্যের জয় ছিনিয়ে আনি।

এর আগে তিনি নয়মাটি পূজা মণ্ডপ এবং পরে চাষাড়া শ্রী শ্রী গোপল জিউর বিগ্রহ মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল হাসান, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *