রাজধানীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার

ঢাকা প্রচ্ছদ

নিখাদ বার্তাকক্ষ: সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ভারপ্রাপ্ত আইজিপি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, বিপিএম (বার) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার)।

আজ ১৪ অক্টোবর, ২০২১ (বৃহস্পতিবার) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির, গুলশান-বনানী সার্বজনীন পূজা উদযাপন কমিটি ও সনাতন সমাজকল্যাণ সংঘ কৃষিবিদ ইনস্টিটিউশন এর খামার বাড়ি মন্দির পরিদর্শন করেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত আইজিপি বলেন, ‘‘মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের নিয়ে আমরা বাঙ্গালি জাতি। হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা মিলেমিশে বসবাস করে আসছি।’’

সম্প্রতি কুমিল্লায় ঘটে যাওয়া এক অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, ‘‘মুসলমানদের মধ্যে উগ্রবাদের কোন স্থান নেই। যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে তাদেরকে সম্বিলিতভাবে মোকাবেলা করতে হবে। এ ঘটনায় আমাদের মধ্যে যেন ভ্রাতৃত্ববোধ বিনষ্ট না হয়।’’

হিন্দু ধর্মালম্বিদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘‘আপনাদের কোন উদ্বেগের কারণ নেই। বাংলাদেশ পুলিশ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে, ভয়ের কোন কারণ নেই।’’

সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার চিত্র তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, ‘‘ঢাকা মহানগরীর প্রতিটি পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। আপনারা প্রাণ খুলে আনন্দ করেন। যেকোন পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে আছি। কেউ যদি আপনাদের আক্রমণ করতে আসে আমরা ঢাল হয়ে আপনাদের রক্ষা করবো”।

এসময় পুলিশ হেডকোয়ার্টার্স এর ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াই এম বেলালুর রহমান, বিপিএম; ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ আসাদুজ্জামান, বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পূজা উদযাপন কমিটিরি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *