প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় খরচের নির্দেশ

প্রচ্ছদ সাস্থ্য ও চিকিৎসা

নিখাদ বার্তাকক্ষ: নিজ কার্যালয়ের গাড়ি কেনা বাতিল করে তা স্বাস্থ্যসেবায় খরচের নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আজ রবিবার ১২ সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

উক্ত চিঠিতে বলা হয়, ২০২১-২০২২ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুকূলে মোটরযান ক্রয় খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়। সেই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করতে দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়ন করতে এরইমধ্যে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন কার্যালয়ের মহাপরিচালক প্রশাসন মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।

প্রেসসচিব এহসানুল করিম জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *