বরিশালে সংঘর্ষ: ইউএনও’র মামলা, মহানগর আ. লীগের যুগ্ম সম্পাদকসহ গ্রেফতার ১৩

প্রচ্ছদ রাজনীতি সারাদেশ

মিজানুর রহমান স্টাফ রিপোর্টার।।

বরিশালে সংঘর্ষ: ইউএনও’র মামলা, মহানগর আ. লীগের যুগ্ম সম্পাদকসহ গ্রেফতার ১৩
সারাদেশ |

বরিশাল আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকসহ ১৩ জন গ্রেফতার।

বরিশাল সদর উপজেলার ইউএনও’র বাসভবনে হামলা ও পুলিশ-আনসারের সাথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দুইটি মামলা করেছে প্রশাসন। এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবুসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাতে সদর উপজেলা চত্বরে ব্যানার ও পোস্টার অপসারণের সময় সিটি করপোরেশন কর্মীদের বাধা দেয় ইউএনও’র বাসভবনে দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা। পরে করপোরেশন কর্মীদের সাথে আওয়ামী লীগের নেতারা সেখানে গেলে ইউএনও’র সাথে বাকবিতণ্ডা হয়। রাত ১১টার দিকে নেতাকর্মীরা সড়ক অবরোধ করলে লাঠিচার্জ করে পুলিশ। এতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে নেতাকর্মীরা। ঢুকে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন প্রাঙ্গনে। এ সময় আনসার সদস্যরা অ্যাকশনে গেলে ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৩০ নেতাকর্মী।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, ত্রাণবিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন ফিরোজ, ছাত্রলীগের সহসভাপতি অলিউল্লাহ অলি, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ১৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *