রূপগঞ্জ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আমরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আছি: র‍্যাব মহাপরিচালক 

জাতীয় প্রচ্ছদ

নিউজ ডেস্ক :: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘হাশেম ফুডসের সেজান জুস কারখানায় ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে আমরা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আছি।’

আসন্ন ঈদ উপলক্ষে আজ বৃহস্পতিবার অসহায় মানুষের হাতে কিছু খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় র‍্যাবের পক্ষ থেকে। বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঁচ শতাধিক শ্রমিকের মধ্যে ঈদসামগ্রী প্রদান অনুষ্ঠানে র‍্যাবের মহাপরিচালক এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘আপনারা জানেন যে, ওই দিনের অগ্নিকাণ্ডের ঘটনা যখন ঘটে তখন র‍্যাব সদস্যরা এখানে এসে নিরাপত্তা দিয়েছে। আপনারা বলেছেন যে, শিশুরা এখানে এবং বিভিন্ন জায়গায় কাজ করছে। এসব বিষয় কিন্তু র‍্যাবসহ সবাই খতিয়ে দেখছি। এই বিষয়টি শ্রম অধিদপ্তরের যারা আছেন তারাসহ সবাই দেখবেন।’

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ‘আপনারা জানেন যে, এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি করা হয়েছে। এই তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে একটা ভালো কিছু ব্যবস্থা হবে বলে আমরা আশা করি।’

অনেকের দাবি এখনো তাদের স্বজনরা নিখোঁজ আছেন- এ সম্পর্কে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘এ ছাড়া যারা নিখোঁজ আছে, আপনারা জানেন যে, ৫২ জন মারা গেছে তাদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। এদের ডিএনএর বিষয়টা ম্যাচ করার পর জানা যাবে, তবে এটার জন্য সময় দিতে হবে। আমরা আশা করি, এরপর আর কার কী হয়েছে এটা সুস্পষ্ট হবে। আমরা অপেক্ষা করি, ম্যাচ করার পর অনেকেরই তো তখন চেহারা চেনা যায়নি, কার কী নাম, এটার পর আমরা নিশ্চিত হতে পারব। তাদের দাবি অনুযায়ী আর কেউ নিখোঁজ হয়েছে কি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *