নতুন করোনা হাসপাতালের রোগী ভর্তি শুরু

প্রচ্ছদ সাস্থ্য ও চিকিৎসা

রাজধানীর মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে রোগী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয় এ প্রক্রিয়া। দেশজুড়ে যখন করোনাভাইরাসে আক্রান্ত জটিল রোগীদের জন্য প্রয়োজনীয় আইসিইউ বেড নিয়ে হাহাকার, ঠিক এই অবস্থার মধ্যে রোববার ঢাকা উত্তর সিটি করপোরেশনের করোনা ডেডিকেটেড এই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মোট এক হাজার শয্যার মধ্যে হাসপাতালটিতে আপাতত চালু করা হচ্ছে ২৬০টি শয্যা। এর মধ্য রয়েছে ৬০টি আইসিইউ বেড, ৫০টি ইমার্জেন্সি বেড এবং ১৫০টি জেনারেল বেড। আগামী সাত দিনের মধ্যে আরও আড়াইশ বেড এবং এ মাসের মধ্যেই সবগুলো বেডে রোগী ভর্তি করা যাবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এক হাজার বেডের এই হাসপাতালের ৫শ বেডেই মিলবে আইসিই toউ সমমানের সেবা। দেশের সবচেয়ে বড় এই করোনা হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এখানে রয়েছে ১০০ শয্যার আইসিইউ, ২৫০টি এইচডিইউ ও কোভিড আইসোলেটেড রুম ৪৩৮টি। আর ইমার্জেন্সি বেড রয়েছে ৫০টি। হাসপাতালের অর্ধেক বেডেই রয়েছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *