২৮ ফেব্রুয়ারি চরফ্যাসন পৌরসভা নির্বাচন।

Uncategorized

মিজানুর রহমান।

ভোলার চরফ্যাসন পৌরসভাসহ পঞ্চম ধাপে ৩১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি চরফ্যাসন পৌরসভাসহ সারাদেশের ৩১টি পৌরসভায় ভোট হবে। সবগুলো পৌরসভাতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট নেওয়া হবে।

এই ধাপের নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২ ফেব্রুয়ারি। নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।

সবশেষ আজ ১৯ জানুয়ারি পঞ্চম ধাপের ৩১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। এ নিয়ে পাঁচ ধাপে ২৩৭টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা হলো। ধাপে ধাপে বাকি পৌরসভাগুলোর নির্বাচনের তফসিলও ঘোষণা করবে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *