মাদকদ্রব্যের তালিকা থেকে বাদ দিলো ‘গাঁজা’

আন্তর্জাতিক প্রচ্ছদ

জাতিসংঘ ক্ষতিকর মাদকদ্রব্যের তালিকা থেকে বাদ দিলো ‘গাঁজা’। গতকাল বুধবার জাতিসংঘের ঔষধ নির্ধারণী সংস্থা (ইউসিএনডি) গাঁজার ব্যবহার নিয়ন্ত্রণ ও এটি নিষিদ্ধে ১৯৬১ সালে পাশ করা আইন বাতিলে ভোট দেয়। গাঁজাকে ক্ষতিকর মাদকদ্রব্য থেকে সরানোর এই ভোটে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও দক্ষিণ আফ্রিকাসহ কমিশনের অন্য ২৭টি দেশ। ব্রাজিল, চীন, রাশিয়া ও পাকিস্তান বিপক্ষে ভোট দিয়েছে। -সিএনএন, ডয়েচে ভেলে
নিষেধাজ্ঞার আওতাভূক্ত থাকাকালে গাঁজা হিরোইন জাতীয় অন্যান্য ক্ষতিকর মাদকের শ্রেণীভূক্ত ছিলো। আইনটির কারণে এতোদিন জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো ‘গাঁজা’কে ক্ষতিকর মাদকদ্রব্য চিহ্নিত করে এর ওপর নিষেধাজ্ঞারোপ করতে পারতো। গাঁজার চিকিৎসাগত গুণাগুণের স্বীকৃতি দিতে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিকিৎসাখাতে গাঁজার ব্যবহার সহজসাধ্য করতে এবং এটি নিয়ে গবেষণা বাড়াতে জাতিসংঘের কাছে গাঁজার ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার সুপারিশ করে। আন্তর্জাতিক ড্রাগ পলিসি কনসোর্টিয়াম এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তবে গাঁজাকে ক্ষতিকর মাদকের তালিকা থেকে বাদ দিলেও জাতিসংঘ কমিশন গাঁজার বৈধতা দেয় নি। অপব্যবহৃত হতে পারে এমন ঔষধের তালিকায় এখনো রয়েছে ‘গাঁজা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *