সুন্দরবনের সুরক্ষা ও দুস্যমুক্ত করতে কোস্ট গার্ডের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে : কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল এম আশরাফুল হক

জাতীয় প্রচ্ছদ

সাতক্ষীরা প্রতিনিধি : মুজিব বর্ষ উপলক্ষে জেলেদের মাঝে শীতবস্ত্র ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (২ ডিসেম্বর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল এম আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন কমান্ডার ক্যাপ্টেন এম হাবিবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন ও কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলী।
অনুষ্ঠানে উপকূলীয় এলাকার তিনশ জন দুস্থের মাঝে কম্বল ও একশজন জেলের মাঝে রেডিও, টর্চলাইট, লাইফ জ্যাকেট, রেইন কোট ও সাবান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়াল এডমিরাল এম আশরাফুল হক বলেন, সুন্দরবনের সুরক্ষা ও দুস্যমুক্ত করতে কোস্ট গার্ডের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। একই সাথে জেলেদের জীবন-জীবিকা নিরাপদ করতে কোস্ট গার্ড সবসময় আন্তরিকভাবে কাজ করছে, আগামীতেও এই তৎপরতা অব্যাহত থাকবে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *