বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির শ্রদ্ধা

জাতীয় রাজনীতি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আজ ২০ অক্টোবর ২০২০ ইং তারিখ (মঙ্গলবার) সকাল ১১:০০ টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন। আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে সাথে নিয়ে একঝাঁক সাবেক ছাত্রনেতার সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে! সাবেক ছাত্রলীগ ও মেধাবী ছাত্রনেতাদের এই কমিটিতে প্রাধান্য দেওয়া হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় বলেন আমি শাসক নই, আমি সেবক, জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আমাদের পথচলা। তিনি নিজে সেবার মানসিকতা নিয়ে কাজ করেন আমরা তাঁর কর্মী হিসাবে সবসময় সেবার ব্রত নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সম্প্রতি করোনা, বন্যা ঘূর্নিঝড় আম্পান সহ যেকোন দূর্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ সেবার ব্রত নিয়ে মানুষের জন্য কাজ করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন সেবা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনেক আগেই প্রস্তুত করা হয়েছিল। করোনা সংকটে কমিটি প্রকাশ করতে বিলম্ব হলেও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা ভয়কে জয় করে করোনা সংকটে মানুষের পাশে থেকেছে।

স্বেচ্ছাসেবক লীগ ১০ লক্ষ অসহায় কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে, অসহায় রোগীদের চিকিৎসার জন্য টেলিহেলথ সার্ভিস, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু রেখে দিনরাত মানুষ কে সেবা দিয়েছে। দরিদ্র কৃষকের ধান কেটে যায় মাড়াই করে ঘরে তুলে দিয়েছে।

পরিবেশ রক্ষায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ৫ লক্ষ বৃক্ষরোপন করেছে। বিভিন্ন স্থানে করোনা রোগীর লাশ দাফন, গোসল, জানাজা ও সৎকার করেছে। আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ যেকোন দূর্যোগে মানুষের পাশে থাকবে। এসময় স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দ সহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *