ফুটবল ফেডারেশনের নির্বাচনে জয়ী হলে, ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতির চেষ্টায় কাজ করার প্রত্যয় জানালেন, বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন।
রোববার সকালে তার নেতৃত্বে গঠিত সম্মিলিত পরিষদের ৩৬ দফা নির্বাচনী ইশতেহারে এ বিষয়টি গুরুত্বসহকারে জানানো হয়। পাশাপাশি, খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানের অনাবাসিক উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করার কথাও জানান তিনি।
দীর্ঘ এক যুগ ধরে ফুটবল ফেডারেশনের সভাপতি পদে আছেন কাজী সালাউদ্দিন। এই বারো বছরে তিনি দেশের ফুটবল অঙ্গনে কতটা সফল, তা সবার জানা। সেসব পেছনে ফেলে নতুন মেয়াদে আবারো বসতে চান দেশের ফুটবলের মসনদে।
ঘরোয়া ফুটবলের সুনির্দিষ্ট পঞ্জিকা তৈরি করাও নির্বাচনী প্রতিশ্রুতি। এতে খেলোয়াড় রেজিস্ট্রেশন ও দলবদলে ডিজিটাইলাইজেশন করার কথাও বলেন তিনি। সেইসাথে নতুন মেয়াদে দায়িত্ব পেলে মূল ফোকাসটা হবে জাতীয় দলের ফিফা র্যাঙ্কিংয়ে দেশের অবস্থানকে আরো শক্তিশালী করা।
৩৬ দফা ইশতেহারে নারী ফুটবল দল নিয়েও চারটি অনুচ্ছেদে নানা পরিকল্পনা তুলে ধরা হয়। আগামী ৩ অক্টোবরে নির্বাচনে জয়ী হলে, এসবের কতটা বাস্তবায়ন হয়, সেটাই দেখার বিষয়।