বাংলাদেশ ক্যাম্প শুরু ২১ সেপ্টেম্বর

ক্রিকেট বাংলাদেশ

শ্রীলংকা সফরের জন্য আগামী সেপ্টেম্বরে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল।
আজ এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
তিনি জানান, ১০ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষনা করা হবে। তাই শ্রীলংকার যাবার সূচিতে দুই-এক দিন পরিবর্তন আসতে পারে।
আকরাম বলেন, ‘আমরা ১৮ সেপেটম্বর ক্রিকেটারদের বাসায় গিয়ে কোভিড-১৯ টেস্ট করাবো। ২০ সেপেটম্বর ছেলেদের হোটেলে রাখার পরিকল্পনা করেছি। এরপর ২১ তারিখ থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবো। কয়েক দিন অনুশীলন করার পর আমরা শ্রীলংকা রওনা দিবো।’
২১ সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু হলে জাতীয় দলের কোচিং স্টাফরা কবে আসবেন তাও জানিয়েছেন আকরাম, ‘কোচিং স্টাফরা আগামী মাসের প্রথম দিকে এসে পড়বে। কোয়ারেন্টাইনে থাকার পরই তারা মাঠে আসতে পারবেন।’
অনুশীলন ক্যাম্প শুরুর আগেই শ্রীলংকা সফরের দল ঘোষনা করা হবে বলে জানিয়েছেন আকরাম, ‘১০ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল দিয়ে দেয়ার পরিকল্পনা আছে আমাদের। দলের সংখ্যাটা বাড়াবো, ২০ থেকে ২২ জনের চিন্তা-ভাবনা করেছি। কোভিড-১৯এর কারনে তা করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *