দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৫ বছর আজ

অপরাধ জাতীয়

একযোগে দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৫ বছর পূর্তি আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট সকাল সাড়ে ১১টায় দেশের ৬৩ জেলার ৪৫০টি স্থানে একযোগে সিরিজ বোমা হামলা চালায় জঙ্গী সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জিএমবি)।

এ ঘটনায় প্রায় পাঁচশ’ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এত দুইজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়। এ ঘটনায় দেশের বিভিন্ন থানায় ১৫৯টি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় দায়ের করা মামলাগুলোর মধ্যে ৯৪টি মামলার বিচারকাজ শেষ হয়েছে ও ৫৫টি মামলা বিচারের অপেক্ষায় আছে। সম্পন্ন হওয়া মামলাগুলোতে ৩৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। অব্যাহতি দেয়া হয়েছে ৩৪৯ জনকে। ফাঁসির আদেশ দেয়া হয়েছে ২৭ জনকে। ফাঁসি কার্যকর করা হয়েছে ৮ জনের।

বিচারের অপেক্ষায় থাকা ৫৫টি মামলায় আসামি রয়েছে ৩৮৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *