বঙ্গভবনে ঈদুল আজহার নামাজ আদায় করলেন মহামান্য রাষ্ট্রপতি

জাতীয় প্রচ্ছদ

মহামান্য রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ আজ শনিবার সকাল সাড়ে ৮টায় বঙ্গভবন দরবার হলে তার পরিবারের সদস্যবর্গ এবং কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মুসলিম ধর্মের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।

কোভিড-১৯ মহামারির কারণে চলমান বৈশ্বিক সঙ্কটের প্রেক্ষাপটে আজ পবিত্র ঈদুল আজহার দিনে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রথাগত পবিত্র ঈদের নামাজ আদায় কর্মসূচি বাতিল করা হয়।

মহামান্য রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জানান, মহামান্য রাষ্ট্রপ্রধান সকাল সাড়ে আটটায় বঙ্গভবন দরবার হলে তার পরিবারের সদস্যবর্গ ও কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেন।

তিনি আরো বলেন, ‘সকাল সাড়ে আটটায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির ঈদ জামায়াতে ইমামতি করেন।
বাংলাদেশের শান্তি ও অগ্রগতি এবং জনগণের ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার চির শান্তি এবং সারা দেশের পাশাপাশি বিশ্ব জুড়ে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

বঙ্গভনের মুখপাত্র আরো বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নামাজ আদায়ের পর ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *