সাবেক প্রধান তথ্য কমিশনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেন মৃত্যুবরণ করেছেন। এর আগে গত ৫ই জুন স্ত্রী, ছেলে, ছেলের স্ত্রী ও গৃহকর্মীসহ পরিবারের পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপনা ছাড়া তিনি বাংলাদেশ সরকারের তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে কর্মরত আছেন।
জানা গেছে, গত ২৯মে প্রথমে তার স্ত্রী নাইম আরা হোসাইনের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। পরে পরিবারের অন্য সদস্যদের পরীক্ষা করালে অধ্যাপক রহমানসহ পরিবারের আরো চারজনের করোনা ভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। আক্রান্তরা সবার শারীরিক অবস্থা ভালো হলেও স্ত্রী নাইম আরা হোসাইনের শারীরিক অবস্থা ভালো ছিল না। তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর সুস্থ হলে সাধারণ ওয়ার্ডে নেয়া হয়। দেয়া হয় প্লাজমা থেরাপি।
এরপর আবারও অবস্থা খারাপ হলে ১২ই জুন আবারও আইসিইউতে নেয়া হয়েছিল। অবশেষে আজ মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি করোনায় আক্রান্ত হলেও সেরে উঠেছিলেন। তবে নিউমোনিয়া, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন।