জেলা প্রতিনিধি, রাজশাহী >
রাজশাহীর পুঠিয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারী) দিনগত রাত ১১ টার দিকে পৌর এলাকার কাঁঠালবাড়িয়া এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার যুবকের নাম সিফাত আলী (২৩)। তিনি উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাইপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। আর ভুক্তভোগী ছাত্রী পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে অধ্যায়নরত। কাঁঠালবাড়িয়া এলাকায় তারা বাসা।
পুলিশ জানিয়েছে, গত বছরের ২৫ ডিসেম্বর দেখা করার কথা বলে কাঁঠালবাড়িয়া এলাকায় ওই ছাত্রীর বাসার যান অভিযুক্ত সিফাত। বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে তার বাড়িতেই ধর্ষণ করেন। ওই ঘটনার প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে সিফাত আবারও একই কায়দায় ওই ছাত্রীর বাড়িতে যান এবং কৌশলে ছাত্রীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে আসেন। হাতেনাতে সিফাতকে ধরে থানা পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে এবং ওই ছাত্রীকে উদ্ধার করে।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ওই স্কুলছাত্রী নিজেই বাদি হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছে। ভুক্তভোগী ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বুধবার (১৫ ডিসেম্বর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এছাড়া দুপুরে গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে।